Apan Desh | আপন দেশ

তিস্তার পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১৭ মে ২০২৫

তিস্তার পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের উলিপুরে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত। আর এতে যেন নিমিষেই ভেসে গেল চরাঞ্চলের কৃষকের স্বপ্ন। তিস্তা নদীর চরাঞ্চলে কৃষকদের ধার-দেনা আর স্বপ্নের বিনিময়ে চাষ করা বাদামসহ রবিশস্য এখন পানির নিচে।

এ অবস্থায় কৃষকরা তাদের পরিবার-পরিজন নিয়ে বৃষ্টিতে ভিজে ডুবে যাওয়া ক্ষেতের অপ‌রিপক্ক বাদাম তুলে নিয়ে যাচ্ছেন। আবার চোখের সামনে ফসল তলিয়ে যেতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেক কৃষক।

শ‌নিবার (১৭ মে) উপ‌জেলার তিস্তা নদী বে‌ষ্টিত দলদ‌লিয়া ও থেতরাই ইউনিয়নের কয়েক‌টি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

আরওপড়ুন<<>>ব্রহ্মপুত্র-দুধকুমারের ভাঙন রোধে মানববন্ধন

উপজেলা কৃষি অ‌ফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তিস্তা নদীর জেগে উঠা চরের ২৩০ হেক্টরে চিনাবাদম, ৪০০ হেক্টরে পাট, ১০ হেক্টরে মুগডাল, ১০ হেক্টরে মরিচ ও ৫ হেক্টরে শাকসবজি চাষাবাদ করা হয়। কিন্তু ক‌য়েক‌দি‌নের মাঝা‌রি ও ভা‌রি বৃ‌ষ্টির কার‌ণে তিস্তা নদীর পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় এসব র‌বিশস‌্য পা‌নি‌তে ত‌লি‌য়ে গে‌ছে।

থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ারের কৃষক মজিদুল ইসলাম ও লাল মিয়া বলেন, দেনার টাকায় এক একর জ‌মিতে বাদাম চাষ করে‌ছি। গত দুইদিনে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সব ডুবে গেছে। এখন পথে বসতে হবে। স্বপ্ন ছিল বাদাম বেঁচে লাভবান হব। এখন তো সব শেষ হয়ে গেল। ধারদেনার টাকা শোধ করবো কিভাবে।

দলদলিয়া ইউনিয়নের চর কর্পুরার কৃষক শুক্কুর আলী জানান, ২০ হাজার টাকা খরচ করে ৫০ শতক জমিতে বাদাম চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছিল। হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৩০ শতক জমির বাদাম পানিতে তলিয়ে গেছে। চাষবাদ করতে যে খরচ হয়েছে, এখন সে টাকাই আর উঠবে না।  একই কথা জানালেন কৃষক ফরিদ শেখ, আলী আকবর, নজরুল ইসলাম, হোসেন আলী।

উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চারটি ইউনিয়নে প্রায় দুই হেক্টর জমির চিনাবাদাম ক্ষেত পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সরকারিভাবে কোনো প্রণোদনার বরাদ্দ আসলে তাদের দেয়া হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা