Apan Desh | আপন দেশ

ব্রহ্মপুত্র-দুধকুমারের ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ১৬ মে ২০২৫

আপডেট: ১৭:২৫, ১৬ মে ২০২৫

ব্রহ্মপুত্র-দুধকুমারের ভাঙন রোধে মানববন্ধন

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন দুধকুমার নদের ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ ইউনিয়নের কয়েক শতাধিক বাসিন্দা অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন, ভাঙন কবলিত এলাকার কৃষক হাকিমুদ্দিন ফকির, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য জলিল মন্ডল, স্থানীয় বিএনপি নেতা আরিফ মন্ডল, ডা. আমজাদ আলী, আরিফ মন্ডল, ব্যবসায়ী আব্দুল আজিজ ও আবদুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরওপড়ুন<<>>কুড়িগ্রামে বজ্রপাতে নারীর মৃত্যু

বক্তারা জানান, দুই বছর ধরে দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙনে ইউনিয়নের বালাডোবা, রসুলপুর, সরকার পাড়া, উত্তর বালাডোবা, মশালের চর, ব্যাপারী পাড়া এলাকার অন্তত এক হাজার বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ভাঙনে নদীতে বিলীন হয়েছে শত শত ফসলি জমিসহ গ্রামীণ সড়ক। এছাড়া ভাঙন হুমকিতে রয়েছে ইউনিয়নের রসুলপুর মারকাজ জামে মসজিদ, রসুলপুর আলহাজ রোস্তম আলী নূরানি হাফেজিয়া মাদরাসা, রসুলপুর ঈদগাহ মাঠ, বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুদির কুটি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, মোল্লারহাট বাজারসহ কড্ডার মোড় এলাকা।

ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে ইউনিয়নটি পুরোপুরি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রাসহ ভাঙনে ক্ষতিগ্রস্তরা। এ অবস্থায় ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেন তারা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়