
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবু সালেহ আহম্মেদ (৩৫) নামে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল পৌনে ৭টার দিকে নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আবু সালেহ আহম্মেদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তার বিজিবি সদস্য নং-১০৩১৫৭। তিনি সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নে সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।
আরওপড়ুন<<>>ডাকাতির প্রস্তুতিকালে ২ ভুয়া র্যাব আটক
বিজিবি সূত্র জানায়, সিপাহী আবু সালেহ আহম্মেদ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামে পলাশের বাসায় ভাড়া থাকতেন। বুধবার সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে অত্মহত্যার চেষ্টা করেন। এ সময় গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৯টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।