Apan Desh | আপন দেশ

ক্যাম্পাসে এসে আটক হলেন ছাত্রলীগ নেত্রী ইসরাত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ৪ মে ২০২৫

ক্যাম্পাসে এসে আটক হলেন ছাত্রলীগ নেত্রী ইসরাত

ইসরাত জাহান কাকন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (০৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এলে তাকে আটক করে থানায় খবর দেয়া হয়। পরে নগরীর চকবাজার থানা পুলিশের একটি দল এসে ওই ছাত্রীকে হেফাজতে নিয়েছে।

ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য। চকবাজার থানার ওসি জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরওপড়ুন<<>>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা বহিষ্কার

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী উসকানি দিচ্ছিল বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

ওসি জাহিদুল জানান, মহসিন কলেজ থেকে ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে ওই ছাত্রীকে হেফাজতে নেয় পুলিশ। ওই ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে শিক্ষার্থীদের অভিযোগ। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়