‘শিবির ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ভোট বাগিয়েছে’
আঁতাত করে শিবির ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ নির্বাচনে বিএনপি হেরে গেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়তের এত ভোট কথা থেকে এলো। আমার হিসেবে মেলে না। আমি বলব না জামায়াত কারচুপি করেছে, আমি বলব দেশে একটা গভীর ষড়যন্ত্র চলছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, জামায়াত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে গেল। তাই আমি বলব বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কারণ, বিএনপি একমাত্র দল যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ।
০৮:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার