Apan Desh | আপন দেশ

ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ৩০ এপ্রিল ২০২৫

ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক বাবা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (২৫)। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, ৭ বছর আগে আনোয়ারকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান মোহাম্মদ আলী। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে পড়লে ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারও তাকে মালয়েশিয়া পাঠানো হয়।

আরওপড়ুন<<>>সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার দাবিতে বিক্ষোভ

তিনি আরও জনান, বছরখানেক আগে মালয়েশিয়া থেকে দেশে আসে নিহত আনেয়ার। দেশে ফেরার পর কোনো কাজকর্ম না করে বাবার জমানো ৮ লাখ টাকাও খরচ করে ফেলে। এরপর বাবার কাছে আবার টাকা চাইলে বাবা-ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সবশেষ বাবার অজান্তে পুকুরের মাছ বিক্রি করে দিলে তাদের দ্বন্দ্ব চরমে পৌঁছে।

একপর্যায়ে মঙ্গলবার বিকেলে গোয়ালঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। এ সময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করা হয়। এতে ক্ষোভের বশবর্তী হয়ে গভীর রাতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেন বাবা মোহাম্মদ আলী।

এরপর ঘাতক বাবাকে হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়