Apan Desh | আপন দেশ

ঝিনাইদহে কুকুরের আমড়ে ১৫জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ১৪ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে কুকুরের আমড়ে ১৫জন আহত

ছবি সংগৃহীত

ঝিনাইদহে কুকুরে কামড়ে ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত ২৫ জনকে আক্রমণ করেছে তার মধ্যে ১৫ জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী আলাউদ্দিন জানান, পৌরসভা হামদহ এলাকায় সকাল থেকেই বেশ কয়েকটি কুকুর দল বেধে ঘোরাফেরা করা অবস্থায় সামনে যাকেই পাচ্ছে তাকেই কামড়ানোর উদ্দেশে তাড়া করছে। বেশ কয়েকজন নারী-পুরষ কাকুরের কামড়ও খেয়েছে।  আমাকেও তাড়া করে একটি কুকুর। মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে কুকুরটি পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাপস কুমার বলেন, আমরা আজ সারাদিনে অন্তত ১৫ জন কুকুরে কামড়ানো রোগী পেয়েছি । তাদের মধ্যে আছাদ মোল্লা নামে একজন গুরুতর অসুস্থ্ থাকায় তাকে হাসপাতালে রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিশুসহ অন্যান্যরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যদিও বের হচ্ছেন তবে সঙ্গে নিচ্ছেন লাঠি। এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়