Apan Desh | আপন দেশ

নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শ্রমিক লীগ নেতার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শ্রমিক লীগ নেতার

ছবি: আপন দেশ

পাবনার চাটমোহরে গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি ইউনিয়ন শ্রমিক লীগ নেতা নায়েব আলীর (৪৮)। পুলিশ তাকে নদীর মাঝখান থেকেই আটক করেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে। 

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে নেমে যায়। এক পর্যায়ে নদীর থেকে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনি চাটমোহর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অন্যতম আসামি।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই তাহের আলী জানান, আমরা গিয়ে নায়েব আলীকে নদীতে মাঝখানে দেখতে পাই। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এ শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়