 
										ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি কর্পোরেশনের ভবানীপুর এলাকার বিগ বস নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কোম্পানির গোডাউনসহ স্টক কাপড়ের গোডাউন পুড়ে যাচ্ছে। দুপুর পৌনে ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছুতে পারেনি। তবে কারখানা শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, একটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার পথে শ্রমিকরা ভাঙচুর করে। ফলে তারা ঘটনাস্থলে ঢুকতে পারেনি। দুপুর ১২টার দিকে লাগা আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
কাশিমপুর মেট্রো থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন।
আপন দেশ/কেএইচ
 
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































