 
										ছবি: সংগৃহীত
পাবনায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র্যাব। রোববার (২৪ মার্চ) রাত ২টার দিকে ঈশ্বরদী স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাদেরকে আটক করে এলিট ফোর্স।
আটকরা- ঈশ্বরদীর কাচারি পাড়ার শাকিল রহমানের ছেলে যোবায়ের রহমান (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান (২১), মোহাম্মদ জাবেদ আলীর ছেলে আল আমিন (১৭), মৃত লিটন প্রামাণিকের ছেলে মোহাম্মদ বাপ্পি (১৬), মোহাম্মদ আনিস শেখের ছেলে মো. রাকিব (১৭), কদমতলা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ শিহাব (১৬), মো. মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন( ১৭) ও পূর্ব টেংরির মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন (১৭)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এনআর/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































