
বিএএ নির্বাচিত প্যানেল।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার (বিএএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ পনেরো বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো। রোববার (১৯ অক্টোবর) সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে নির্বাচন হয়। একই দিনে বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মনিরুল হক জর্জ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর ইসলামসহ তাদের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।
নির্বাচন কমিশনার ড. ওয়ালি ইসলামের নেতৃত্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালিত হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- সৈয়দ আকরামুল্লাহ, কামরুল ইসলাম সিএ ও মঞ্জুশ্রী মজুমদার মিতা। নির্বাচন কমিশনার ড. ওয়ালি ইসলাম নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাকে সাহায্য করার জন্যে সবাইকে ধন্যবাদ জানান।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সভাপতি খালেদা কায়সার, সহ-সভাপতি মো. মাহফুজুল হক চৌধুরী খসরু, মো. মোবারক হোসেন, মো. বেলাল হোসেন ঢালী ও মুস্তাফিজুর রহমান তালুকদার মনজু, সহ-সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, গণেশ ভৌমিক, মো. মাকসুদুর রহমান চৌধুরী ও আফরিনা চৌধুরী, কোষাধ্যক্ষ ড. বি.এন. দুলাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক জুই সেন তুলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার, সাংস্কৃতিক সম্পাদক তিশা তাসমিন তানিয়া, সহকারী সাংস্কৃতিক সম্পাদক লিনটাস হুবার্ট পেরেইরা, তথ্য ও প্রকাশনা সম্পাদক পুরবী পারমিতা বোস, কল্যাণ ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল পাশা, ক্রীড়া সম্পাদক মো. জিয়াউল কবির (জিওন), দফতর সম্পাদক মারুফ আহমেদ ও কার্যকরী সদস্য মো. শফিকুল আলম, রুহুল আহমেদ সওদাগর, সাদাত হোসেন, শাহনাজ পারভীন আভা, মোহাম্মদ সাজ্জাদ সিদ্দিক, ফয়সাল আজাদ, মো. কামরুজ্জামান ও হোসনে আরা তালুকদার আইরিন।
নব-নির্বাচিত সভাপতি মনিরুল হক জর্জ তার বক্তব্যে অ্যাসোসিয়েশনের আগামীদিনের কার্যক্রমের এক সংক্ষিপ্ত পরিকল্পনা তুলে ধরেন। তা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন।
নির্বাচন অনুষ্ঠানের পূর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও গত সাধারণ সভার কার্যবিবরণী এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে সদস্য সচিব আলমগীর ইসলাম ও অর্থ বিষয়ক সদস্য লিয়াকত আলী লিটন। প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।