Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:২৯, ২ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় শুক্রবার (০১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছাকাছি মহাসড়কের কিলোমিটার ২০০.৮ পয়েন্ট পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গাড়িচালক মো. সাব্বির হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। বর্তমানে তারা কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন<<>>৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা’র খবরে জানানো হয়, কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদের বরাত দিয়ে বলা হয়েছে—স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টয়োটা অ্যাভাঞ্জা মডেলের একটি বহুমুখী যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। পথে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাম পাশে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়