Apan Desh | আপন দেশ

ভ্রমণ ভিসায় দুবাই প্রবেশে নিয়মের কড়াকড়ি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ২৬ মে ২০২৪

ভ্রমণ ভিসায় দুবাই প্রবেশে নিয়মের কড়াকড়ি

ছবি: সংগৃহীত

ভ্রমণ পিয়াসুদের পছন্দের তালিকার প্রথম সারিতেই বলা যায় বুর্জ খলিফার দেশটি। কি নেই এখানে! বিলাশবহুল আকাশচুম্বী অট্টালিকা, সমুদ্র সৈকত, পাঁচ তারকা হোটেল, বিলাশবহুল জীবনমান থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যেরও কমতি নেই এ শহরটিতে। নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রেও প্রশাসনের রয়েছে প্রচুর নাম-ডাক। তাই বলা যায়, পুরো বছরজুড়ে পর্যটকদের নিয়মিত ভিড় দেখা যায় আমিরাতের প্রতিটি প্রদেশে।

তবে এখন থেকে দুবাইয়ে ভ্রমণে গেলে সব দেশের নাগরিকদের মানতে হবে বেশ কিছু নিয়ম। ভ্রমণ ভিসার যাত্রীদের এখন থেকে নগদ বা ক্রেডিট কার্ডে তিন হাজার দেরহাম বা যেকোন দেশের সমপরিমাণ অর্থ থাকতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৬ হাজার টাকা। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস।

আরও পড়ুন>> মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগে ফের নিষেধাজ্ঞা

আগে ভ্রমণ ভিসার যাত্রীরা আমিরাতে প্রবেশের টিকিট সঠিক দেখালেও দেশে ফেরত আসার টিকিটটি অনেক সময়ই দেখাতো ভুয়া বা ডামি টিকিট। তাই এখন থেকে থাকতে হবে বৈধ রিটার্ন টিকিট। যেখানে থাকা হবে সেই স্থানের প্রমাণও দেখাতে হবে। বন্ধু বা আত্বীয় স্বজনের বাসার বৈধ কাগজপত্র দেখাতে হবে। আবার হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও পেমেন্টসহ বৈধ কাগজ হতে হবে। প্রয়োজনবশত বিমানবন্দর কর্তৃপক্ষ বৈধতা প্রমাণের জন্যে হোটেলেও সত্যতা যাচাই করবে।

আমিরাতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, কিছু যাত্রী এসব নিয়ম বা শর্ত না মানায় ভারতীয় বিমানবন্দরে তাদের যাত্রা আটকানো হয়েছে। অন্যদিকে একই সমস্যায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েছে বলে জানা যায় কিছু যাত্রী। তাই এখন থেকে ভ্রমণকারীদের এসব শর্ত মেনে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা