Apan Desh | আপন দেশ

শেয়ার বাজার

শেয়ার বাজারের ভেতর-বাইরের খবর জানতে আমাদের সাথে থাকুন।

ব্যাংকে ভর করে বাড়লো সূচক, কমেছে লেনদেন

ব্যাংকে ভর করে বাড়লো সূচক, কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারেও দেশের শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছিল। সূচক বাড়লেও সোমবার লেনদেনের পরিমাণ কমে গেছে। ডিএসইতে গত ১৩ আগস্টের পর এদিন সর্বনিম্ন লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা দেখা গেছে। সেখানেও সূচক বাড়লেও লেনদেন কমেছে ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরপরও ডিএসই’র মতো এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে গত ১৩ আগস্টের পর সর্বনিম্ন লেনদেন হয়েছে।

০৪:১৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

সূচকে বড় উত্থানে লেনদেন ছাড়াল ১ হাজার ৩০০ কোটি

সূচকে বড় উত্থানে লেনদেন ছাড়াল ১ হাজার ৩০০ কোটি

মূল্যসূচকের বড় উত্থানে এক বছরেরও বেশি সময় পর ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৩০০ কোটির ঘর। এসময় ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১০ দশমিক ৬৯ পয়েন্ট। এছাড়া, শেয়ারদর বেড়েছে ৪৬ ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে ৭৮ দশমিক ৭৬ পয়েন্টের বেশি। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় ৩৯ পয়েন্ট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ১০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে।

০৮:৪৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement