সূচকে বড় উত্থানে লেনদেন ছাড়াল ১ হাজার ৩০০ কোটি
মূল্যসূচকের বড় উত্থানে এক বছরেরও বেশি সময় পর ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৩০০ কোটির ঘর। এসময় ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১০ দশমিক ৬৯ পয়েন্ট। এছাড়া, শেয়ারদর বেড়েছে ৪৬ ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে ৭৮ দশমিক ৭৬ পয়েন্টের বেশি।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় ৩৯ পয়েন্ট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ১০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে।
০৮:৪৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার