Apan Desh | আপন দেশ

গোপালগঞ্জে আ.লীগ ছাড়ার হিড়িক

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪১, ৪ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জে আ.লীগ ছাড়ার হিড়িক

ছবি: আপন দেশ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। গত ১৭ দিনে দলটির ৫৮ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগের ধারাবাহিকতায় এবার মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৩ নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (০৪ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম ও গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় এবং সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের কথা জানান।

দুপুরের সংবাদ সম্মেলনে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মো. ফারুক মল্লিক, দফতর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন পদত্যাগের ঘোষণা দেন। 

আরও পড়ুন<<>>স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

অন্যদিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর যুবলীগের সদস্য মো. সৈয়দ আল-আমিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম।

দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি সম্মান রেখে আমি স্বেচ্ছায় ও স্থায়ীভাবে ওই পদ থেকে সরে দাঁড়ালাম। আমি ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবো না।
জুলাই গণঅভ্যুত্থানকালে গণহত্যা, সন্ত্রাস এবং পরবর্তী সময়ে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে সম্প্রতি পদত্যাগের খবর মিলছে। দেশের বিভিন্ন স্থানে দলটি ছাড়ার ঘটনা ঘটলেও পতিত স্বৈরাচার হাসিনার এলাকা গোপালগঞ্জে একেবারে পদত্যাগের হিড়িক পড়ে গেছে।

এর আগে গত ১ জানুয়ারি সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার একটি রেস্তোরাঁয় সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাহা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোবিন্দ সাহা।

তারও আগে ১৯ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় তিনজন, ২০ ডিসেম্বর ১৩ জন এবং ২৩ ডিসেম্বর ২৬ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে পদত্যাগ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়