Apan Desh | আপন দেশ

ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান ইনকিলাব মঞ্চের নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ২১ ডিসেম্বর ২০২৫

ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান ইনকিলাব মঞ্চের নেতারা

শহীদ শরিফ ওসমান হাদি

খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করাসহ দুই দফা দাবি জানিয়েছে শহীদ শরিফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আজকের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সহকারী উপদেষ্টা খোদা বকশ চৌধুরীকে পদত্যাগ করতে হবে। এ হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিবৃতিতে এ দাবি জানিছে ইনকিলাব মঞ্চ।

বিবৃতিতে বলা হয়, খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অব্দি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বকশকে তা জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।

এতে আরও বলা হয়, সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে আজকের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়