Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে বিএনপির ২ শতাধিক নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে বিএনপির ২ শতাধিক নেতার পদত্যাগ

ফাইল ছবি

দলীয় কোন্দল, চাপান-উতোর ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে হঠাৎ করেই টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির দুই শতাধিক নেতা পদত্যাগ করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত এ পদত্যাগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আ. বাসেদ মাস্টার।

তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ৫ আগস্টের পর থেকে সখিপুরের নেতা-কর্মীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছেন। তিনি শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির মূলনীতির বাইরে গিয়ে রাজনীতি করছেন। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। আমরা এর প্রতিবাদেই পদত্যাগ করেছি। এখন পর্যন্ত ২০০ জনের বেশি নেতা পদত্যাগ করেছেন। 

আরও পড়ুন<<>>নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল

এদিকে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন। তিনি বলেন, যারা পদত্যাগ করেছেন তারা দলের মঙ্গল চায় না। ধানের শীষের জয় নিশ্চিত করতে তৃণমূল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তাদের এসব পদত্যাগ কোনো প্রভাব ফেলবে না। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

জেলা বিএনপিও ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা কোনোভাবেই সফল হবে না। ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তৃণমূলের সমর্থন নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হবেন। বিএনপি এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ।

পদত্যাগের এ ঢেউয়ে সখিপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটিই এখন দেখার বিষয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ‘অনুসন্ধানে বাধা দিলে তালিকা প্রকাশ করবে দুদক’ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’ শেখ হাসিনাসহ ১৭ আসামির প্লট দুর্নীতি মামলার ১ ডিসেম্বর বগুড়ায় দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন জাতিকে একটি সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ১২৪ অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ শুরু আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ পাকিস্তানের বিমান হামলায় ১০ আফগান নিহত