
অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি সংগৃহীত
পদত্যাগ করেছেন জাহাঙ্গীর নগর বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এর আগে, জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. মাফরুহি সাত্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আরওপড়ুন<<>>পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার
অধ্যাপক মাফরুহী সাত্তার অভিযোগ করে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য বৃহস্পতিবর (১১ সেপ্টেম্বর) থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।
এ অধ্যাপক পরিষ্কার করে জানান, তিনি বিএনপির সঙ্গে জড়িত নন। তবে একটি আদর্শে বিশ্বাসী হওয়ার কথা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে আমি অনেক অনিয়ম দেখেছি, যা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।