Apan Desh | আপন দেশ

বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পরিচালকের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৮, ২৪ জানুয়ারি ২০২৬

বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পরিচালকের পদত্যাগ

ছবি : আপন দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

দুপুরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বোর্ড সভায় ইশতিয়াক সাদেক উপস্থিত ছিলেন না। ওই সভাতেই তার পদত্যাগপত্র পাঠ করা হয়। তবে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে শুরুতে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

বিসিবির বর্তমান কমিটিতে ইশতিয়াক সাদেক গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের মাধ্যমে তিনি বোর্ড পরিচালক ও ওই বিভাগের চেয়ারম্যান উভয় দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন।

বোর্ড সূত্রে জানা গেছে, দেশের ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি ও বোর্ডের কিছু কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন না ইশতিয়াক সাদেক। বিভিন্ন বিষয়ে মতের অমিল থাকায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ

পরে গণমাধ্যমকে ইশতিয়াক সাদেক নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও প্রয়োজনীয় সময় দিতে পারছেন না। এ অনুভূতি থেকেই নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, তার জায়গায় যিনি দায়িত্ব নেবেন, তিনি যথেষ্ট সময় ও মনোযোগ দিয়ে বিভাগটিকে এগিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করি। বোর্ড বা কোনো পরিচালকের সঙ্গে ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধ নেই বলেও স্পষ্ট করেন ইশতিয়াক সাদেক।

এদিকে বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান পরিচালনা পর্ষদ থেকে আরও দুইজন পরিচালক পদত্যাগ করতে পারেন বলে আলোচনা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়