Apan Desh | আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউলের পদত্যাগ  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউলের পদত্যাগ  

ফাইল ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

তবে সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসরণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মেজবাউল হকের পদত্যাগপত্র জমা দেয়ার কথা নিশ্চিত করেছেন। কিন্তু মেজবাউল হককে কল করলে তিনি ফোন ধরেননি।

সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়