Apan Desh | আপন দেশ

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪০, ৫ নভেম্বর ২০২৫

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন

দেশের ঘরোয়া ক্রিকেটে এক জনপ্রিয় নাম মোহাম্মদ সালাহউদ্দিন। স্থানীয় কোচ হিসেবে অভাবনীয় সাফল্য রয়েছে তার। কিন্তু জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে খুব একটা নিজের স্বাক্ষর রাখতে পারছেন সালাহউদ্দিন। বিশেষ করে তার কোচিংয়ে টাইগারদের ব্যাটিংয়ে দুরাবস্থা চলছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ তার জলন্ত উদাহরণ।

এমন পরিস্থিতিতে গুঞ্জন রটেছে শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন। শুরু হতে যাওয় আয়ারল্যান্ড সিরিজই হতে যাচ্ছে তার শেষ ‘আস্যাইনমেন্ট’। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত রয়েছে।

ধারণা করা হচ্ছে, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পরই জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন তিনি। সালাহউদ্দিন গত বছর নভেম্বর মাসে পুনরায় বিসিবির কোচিং সেটআপে যোগ দেন। বুধবার (০৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন<<>>শতক হাঁকিয়ে শততম টেস্টের প্রস্তুতি মুশফিকের

প্রায় ২০ বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১০-২০১১ সালে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল-৩ কোচিং স্বীকৃতিপ্রাপ্ত সালাহউদ্দিনকে বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়