Apan Desh | আপন দেশ

ইবির বিভিন্ন কমিটি থেকে ৩ শিক্ষক নেতার পদত্যাগ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ৭ ডিসেম্বর ২০২৫

ইবির বিভিন্ন কমিটি থেকে ৩ শিক্ষক নেতার পদত্যাগ

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করায় প্রশাসনের দেয়া বিভিন্ন কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ৩ শিক্ষক নেতা।

তারা হচ্ছেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন এবং সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বরাবর নিজেদের পদত্যাগপত্র প্রেরণ করেছেন তারা। 

আরও পড়ুন<<>>জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে থাকা ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত 

প্রেরিত পদত্যাগপত্র সূত্রে, গত ১৫ জুলাই দায়িত্ব পাওয়া ইসলামিক হেরিটেজ ও কালচার সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।

এছাড়া, ইন্সটিটিউট অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর গভর্নিং বডির সদস্য এবং পরিবহন পরিচালক পর্ষদের আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন ইবি ইউট্যাবের সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন।

এছাড়াও, Centre for Policy and Governance Studies (CPGS) -এর পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুর্নবণ্টন উপ-কমিটির আহবায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৫ এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

উক্ত শিক্ষকদের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে তারা প্রত্যেকের জানান, এসব দায়িত্ব দেয়ার আগে তাদের কারোরই অনুমতি নেয়া হয়নি। তবুও প্রশাসনের অর্পিত দায়িত্ব হিসেবে পালন করার চেষ্টা করেছেন। কিন্তু এখন আর স্বাচ্ছন্দ্যবোধ না করায় স্ব স্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়