Apan Desh | আপন দেশ

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১২, ৫ নভেম্বর ২০২৫

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে

বরিকুল ইসলাম বাঁধন

নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বরিকুল ইসলাম বাঁধনসহ সাত আসামীকে ১০ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রফিকুল ইসলাম বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি। 

বুধবার (০৫ নভেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন (৩৩), সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম (২৫), ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ (৩১), মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭), যুবলীগের সক্রিয় কর্মী মো. শেখ রাশেদুজ্জামান (৩৫), স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. মামুন শেখ পরশ (৩২)।

এদিন আসামীদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে, আসামীদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্য আইনজীবীরা। 
 
উভয়পক্ষের শুনানি শেষে আসামীদের জামিন নামঞ্জুর করে প্রত্যককে ১০ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আসামীরা পল্টন থানার বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল দিতে থাকেন। সে সময় তাদের আটক করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়