জুয়েল হাসান সাদ্দাম। ছবি : সংগৃহীত
সদ্য স্ত্রী ও সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানি শেষে সাদ্দামের পক্ষের আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, মানবিক বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন। সাদ্দামের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে আগেই ছয়টি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। সোমবার সর্বশেষ মামলাতেও জামিন মঞ্জুর হয়।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) এবং তাদের ৯ মাস বয়সী সন্তান সেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্বর্ণালী। স্বামীর মুক্তির জন্য নানা চেষ্টা করেও ফল না পাওয়ায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই তিনি প্রথমে শিশুসন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।
আরও পড়ুন <<>> প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি
স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও সাদ্দামকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি। যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায়ই তিনি মৃত স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহ দুটি যশোর কেন্দ্রীয় কারাগারে নেয়া হলে কারাগারের ভেতরে সাদ্দামকে শেষবিদায় জানানোর অনুমতি দেয়া হয়। তিনি স্ত্রীকে ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবার নিজের শিশুসন্তানকে কোলে নেন। ওই সময় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। গত ১৫ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানেই আটক ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































