Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার ফোন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪৯, ২৩ এপ্রিল ২০২৫

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার ফোন

ছবি: আপন দেশ

রাজধানীর বিমানবন্দরে ছাত্রলীগ নেতার গ্রেফতার নিয়ে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রকিবুল ইসলাম। তিনি নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেফতারের পর তাকে ছাড়াতে মাঠে নামে ছাত্রদল নেতা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাকে ছাড়িয়ে নিতে ওসিকে ফোন করেন বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন। 

ছাত্রলীগ নেতা রকিবুল ইসলামকে ছাড়ানোর জন্য ওসিকে ফোন দেয়ার বিষয়টি স্বীকার করেছেন বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন। 

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া রকিবুল ইসলাম নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। এরপরেই তাকে ছাড়ার জন্য ওসিকে ফোন দেন রিপন। এমনকি ওই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে স্থানীয় ছাত্রদলের কয়েকজন কর্মীকেও থানায় পাঠান তিনি।

এ বিষয়ে জানতে বিমানবন্দর থানার ওসি তসলিমা আক্তারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরবর্তীতে ডিউটি অফিসারকে ফোন দিলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।

অভিযোগের বিষয়ে বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন বলেন, আমি জানতাম না ও ছাত্রলীগ করে। এলাকার বড় ভাই টিপু আমাকে বিষয়টা জানিয়েছিল। তাই ওসিকে ফোন দেই।

জানা গেছে, টিপু ৪৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা। তিনি ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের অনুসারী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়