Apan Desh | আপন দেশ

গোলাম রব্বানীর ছাত্রত্ব বাতিল

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫০, ২৭ নভেম্বর ২০২৫

গোলাম রব্বানীর ছাত্রত্ব বাতিল

ফাইল ছবি

ভর্তি জালিয়াতি প্রমাণিত হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামের ভর্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। এ ছাত্র সংগঠনটি নিষিদ্ধ করেছে সরকার।

বুধবার (২৬ নভেম্বর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে সিন্ডিকেট থেকে এমন সুপারিশ করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান।

অ্যাকাডেমিক কাউন্সিল ছাত্রত্ব বাতিল করায় সাধারণভাবে গোলাম রাব্বানীর ডাকসু নির্বাচনে প্রার্থিতা অবৈধ বিবেচিত হবে। তবে তার ডাকসুর সাধারণ সম্পাদক পদ অবৈধ ঘোষিত হবে কি না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট নেবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সানাউল্লাহ হকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৬ সেপ্টেম্বর তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক রাব্বানীর ছাত্রত্ব সাময়িক বাতিল করে সিন্ডিকেট থেকে অ্যাকাডেমিক কাউন্সিলে সুপারিশ পাঠানো হয়। বিষয়টি আমলে নিয়ে বুধবার চূড়ান্তভাবে অ্যাকাডেমিক কাউন্সিলে রাব্বানীসহ তিন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।

বিষয়টি জানিয়ে কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান বলেন, জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ক্রিমিনোলজি বিভাগের গোলাম রাব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির ভর্তি অ্যাকাডেমিক কাউন্সিলে চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম লঙ্ঘন করে যেহেতু ভর্তি প্রক্রিয়াটা অন্যায়ভাবে নেয়া হয়েছিল সেজন্য অ্যাকাডেমিক কাউন্সিল ভর্তি বাতিল করেছে।

ছিদ্দিকুর রহমান খান আরও বলেন, অ্যাকাডেমিক কাউন্সিল শুধু ভর্তির বিষয়টি দেখে। ফলে রাব্বানীর ডাকসুর জিএস পদের বিষয়টি এটির এখতিয়ারভুক্ত নয়। তবে স্বাভাবিকভাবে ছাত্রত্ব না থাকলে ডাকসুর ভোটার হওয়া কিংবা নির্বাচনে অংশগ্রহণ অবৈধ, ফলে পদটিও অবৈধ হিসেবে সাব্যস্ত হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়