Apan Desh | আপন দেশ

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৭, ২১ অক্টোবর ২০২৫

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেফতার

তানভীর হাসান আরিফ

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ গ্রেফতার হয়েছেন। 

সোমবার (২০ অক্টোবর) রাতে ডিএমপির ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তাকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। মিছিলে যোগ দেয়ার প্রস্তুতিকালে তাকে ধরা হয়।

৫ আগস্টের ঘটনার পর থেকে তানভীর হাসান আরিফ ঢাকায় আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে অন্যান্য নেতা-কর্মীরাও আত্মগোপনে ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, তারা দীর্ঘদিন ধরে ঢাকায় পালিয়ে আছেন। পটুয়াখালী পুলিশের কাছে তেমন কোনো তথ্য নেই। তবে অনেকে ফোন করে তাকে জানিয়েছে। তিনি শুনেছেন, ডিএমপি পুলিশ আরিফকে গ্রেফতার করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়