Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫০, ২৫ জানুয়ারি ২০২৬

ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

সরকার কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, বরং অপরাধীদের জামিনের বিরুদ্ধে-এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির তথ্য তুলে ধরার পর সাংবাদিকরা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন।

স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোল না পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে সরকারের সমালোচনাও করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন <<>> নারী ফুটসাল জয়ী দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

তবে কৃষি সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেন উপদেষ্টা।

প্যারোল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কৃষি ছাড়া অন্য কোনো বিষয়ে তিনি কথা বলবেন না।

একজন সাংবাদিক তাকে স্মরণ করিয়ে দেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাও। তখন তিনি বলেন, স্বরাষ্ট্র বিষয়ক ব্রিফিংয়ের সময় এ বিষয়ে কথা বলবেন।

দায়বদ্ধতার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, আজকের ব্রিফিং কৃষি নিয়ে। তাই কৃষি ছাড়া অন্য প্রশ্নের উত্তর দেবেন না। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, কৃষকদের প্রকৃত সমস্যাগুলো গণমাধ্যমে যথাযথভাবে উঠে আসে না।

ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেয়ার অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের জামিন দেয়ার বিপক্ষে।

পরে যশোরের একটি ঘটনার বিষয়ে আবার প্রশ্ন করা হলে তিনি সভাকক্ষ ত্যাগ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়