Apan Desh | আপন দেশ

ভারত সীমান্তে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারত সীমান্তে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুবায়ের হোসেন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে গ্রেফতার করেছে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ। তিনি ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনারুল আজম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গা আদালতে নেয়া হলে জুবায়েরকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে রাতেই চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার জুবায়ের বাগেরহাটের শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর। তিনি বলেন, দর্শনা থানার জালিয়াতির মামলায় জুবায়ের হোসেনকে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গেদে ইমিগ্রেশনের কর্মকর্তারা দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক মো. জুবায়ের হোসেনকে আমাদের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে পাসপোর্টে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গমন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার তিনি বাংলাদেশ থেকে গমন না করেও ভুয়া গমন দেখিয়ে এন্ট্রি করতে গেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটকের পূর্ব পর্যন্ত জুবায়ের ভারতে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জালিয়াতি করছিলেন।

তুহিন বলেন, এ ব্যাপারে আমি বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি চুরি হওয়া বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইনে বাজেয়াপ্ত ৪ রাজনীতিবিদ নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ-অর্থপাচারের ২৩ বস্তা আলামত উদ্ধার আর্থিক খাতে স্বচ্ছতায় বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের গাজা দখলের যুদ্ধে আরও ৯১ ফিলিস্তিনির প্রাণহানি রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের