Apan Desh | আপন দেশ

ইবিতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্রদল

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৯, ১২ অক্টোবর ২০২৫

ইবিতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্রদল

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটককৃত নেতার নাম হুসাইন তুষার। সে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে তাকে আটক করে প্রথমে প্রক্টর অফিসে ও পরবর্তীতে ইবি থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন>>>সাজিদ হত্যার বিচার-নিয়োগ বোর্ড থেকে আওয়ামীপন্থিদের অপসারণ দাবি ইবি ছাত্রদলের

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে আসেন তুষার। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্রদল ও অন্যান্যদের উপস্থিতিতে তাকে ইবি থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের এ নেতাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে এসেছিলো। আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে, আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়