Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৭, ২৬ জানুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান

ছবি : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় টাইগারদের বাদ দিয়েছে আইসিসি। সে প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে এমন গুঞ্জন উঠেছিল। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান।

সোমাবার (২৬ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট বা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা আলোচনা চলার মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে। এর আগে খবর ছিল, আইসিসি-বিসিবি টানাপোড়েন এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে প্রস্তুত রাখার প্রেক্ষাপটে পাকিস্তান বিভিন্ন প্রতিবাদী বিকল্প ভাবছিল। এমনকি কলম্বোতে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খাওয়ার কথাও আলোচনায় ছিল।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত পাকিস্তানের

পিসিবি আগেই জানিয়েছিল, তারা আইসিসির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বোঝার চেষ্টা করছে। পাশাপাশি সরকার যা নির্দেশ দেবে, সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। বৈঠকের পর মহসিন নকভি খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের অবস্থান শেয়ার করেন।

টুর্নামেন্ট সূচি অনুযায়ী, বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। পাকিস্তান ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচ খেলার কথা নির্ধারিত রয়েছে। এখন বোর্ডের অংশগ্রহণের সিদ্ধান্তের কারণে এ ম্যাচ সম্ভবত নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একীভূতকরণ হচ্ছে বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু নিখোঁজ বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে: আমিনুল ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি পাকিস্তানে সতর্কতা জারি বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট