Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে: পিসিবি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৮, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৫৯, ২৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে: পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি

উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে নিরাপত্তা শঙ্কার কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এতে শাহরুখ খানের দলকে প্রভাবিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ কারণে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। ফলে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 

কয়েক দফায় চিঠি চালাচালি শেষে আইসিসি জানায়, ভারতে অংশগ্রহণকারী কোনো দলের নিরাপত্তা শঙ্কায় নেই। তাই বাংলাদেশের ভেন্যু অপসারণের দাবি প্রত্যাখ্যান করে ভারতেই খেলার শর্ত দেয় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশও তাদের অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। 

তবে এ দুঃসময়ে সময়ে বাংলাদেশ পাশে পেয়েছে পাকিস্তানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বললেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বিশ্বকাপে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া উচিত ছিল। 

গত ২১ জানুয়ারি পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভোটাভুটি হয়েছিল আইসিসির বৈঠকে। সেখানে পাকিস্তান বাদে অন্যরা বাংলাদেশের অবস্থানের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তারই ভিত্তিতে আইসিসি জানিয়ে দেয়, খেলতে হলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। কিন্তু তবুও বাংলাদেশ নিজের অবস্থান থেকে সরে আসেনি। 

সবশেষ বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে আইসিসি। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিবি প্রধান মহসিন বললেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়।

আরও পড়ুন<<>>বিশ্বকাপ থেকে বাদ, আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

বিশ্ব ক্রিকেট সংস্থার এমন দ্বিচারিতার বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা জানান তিনি, এ কারণেই আমরা এ অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যেকোনো মূল্যে তাদের বিশ্বকাপ খেলার 

বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মহসিন বলেন, পাকিস্তান সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের মানি, আইসিসিকে নয়।

তিনি কি আইসিসিকে পাকিস্তান-ভারতের মতো বাংলাদেশের ক্ষেত্রেও একটি হাইব্রিড মডেলের প্রস্তাব দেবেন কিনা জিজ্ঞেস করলে নাকভির উত্তর, বিষয়টা হলো, বাংলাদেশ পাকিস্তানের মতোই একটি সদস্য। আর আমাদের অবস্থান হচ্ছে যদি আপনারা পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে এ সুবিধা দিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই কাজ করা উচিত। এর মূল কারণ হলো, কোনো দেশ আরেকটি দেশকে নিৰ্দেশ দিতে পারে না। আর যদি এ ধরনের নির্দেশ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানের অবশ্যই নিজস্ব অবস্থান থাকবে। পাকিস্তানও যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে 'প্ল্যান বি' আছে কিনা- এমন প্রশ্নে তিনি রসিকতা করে বলেন, আগে সিদ্ধান্তটা আসুক; আমাদের প্ল্যান এ, বি, সি, ডি সবই আছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়