Apan Desh | আপন দেশ

নাজমুলকে খুঁজে পাচ্ছে না বিসিবি 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ১৬ জানুয়ারি ২০২৬

নাজমুলকে খুঁজে পাচ্ছে না বিসিবি 

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম : ফাইল ছবি

ক্রিকেটারদের নিয়ে পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নোটিশ দেয়ার পর এ বোর্ড পরিচালককে খুঁজে পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বিসিবি।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে এর জবাব দিতে হবে। আরেক বোর্ড পরিচালক ইফতেখার রহমান জানান, বৃহস্পতিবার সারাদিন চেষ্টা করেও নাজমুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই প্রশ্ন উঠেছে- কারণ দর্শানোর নোটিশের এ ৪৮ ঘণ্টা যদি লাপাত্তা থাকেন নাজমুল, তাহলে কী হবে?

ইফতেখার বলেছেন, ‘যে পরিচালক ওসব মন্তব্য করেছিল, তাকে তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। তাকে প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। তাকে ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে। ১৭ তারিখ দুপুরে শেষ হবে (সময়), তার জবাব পেতে। এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে। ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এ প্রক্রিয়াটি থাকবে।

আরও পড়ুন<<>>রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, দায়িত্বে লিটন

ইফতেখার আরও বলেছেন, এর মধ্যে আমরা চেষ্টা করেছি উনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম (তাকে) আজকে এখানে আনার জন্য। কিন্তু উনার সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। লাপাত্তা থাকলে… (জবাব) না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটা ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই। আমরা নিয়ম অনুসরণ করব। উনি জবাব না দিলে, এটার ফল তো উনাকে ভোগ করতে হবে।’

মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে মন্তব্য করা দেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেছিলেন নাজমুল। পরে নিজের বক্তব্যের স্বপক্ষে তার একাধিক বক্তব্য আসে। তবে নাজমুলের বক্তব্যের তীব্র প্রতিবাদই জানিয়েছেন ইফতেখার, আপনি যদি আমাকে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব না ধরেন, সাবেক ক্রিকেটার হিসেবে আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু বলব, উনি বিরাট ভুল করেছেন। কোনো মানুষেরই কাউকে ছোট করা অধিকার নেই।

নাজমুলের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেয়া হবে কিনা- এমন প্রশ্নে ইফতেখার বলেন, এমনিতেও উনাকে সরিয়ে দেয়া হয়েছে (অর্থ কমিটি থেকে)… আজ পর্যন্ত আমি শুনিনি বিসিবিতে যে কোনো পরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে বা (কমিটি থেকে) সরিয়ে দেয়া হয়েছে। বিসিবির দুটি রেকর্ড তো এর মধ্যেই হয়ে গেছে! আমরা সর্বাত্মক চেষ্টার করব উনাকে বোঝানোর যে, এটাকে আপনি শেষ করেন। আমরাও মনে করি যে আপনি ভুল বিবৃতি দিয়েছেন। তবে ব্যক্তিগতভাবে যার সিদ্ধান্ত, তারই সিদ্ধান্ত নিতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়