Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ ট্রফি সামনে নিয়ে জামালের ভবিষ্যদ্বাণী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৬, ১৪ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ ট্রফি সামনে নিয়ে জামালের ভবিষ্যদ্বাণী

ছবি : আপন দেশ

সব ফুটবলারের স্বপ্নের কেন্দ্রবিন্দুতে থাকে ফিফা বিশ্বকাপ ট্রফি। সবাই চায় এর খুব কাছাকাছি যেতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্ষেত্রেও তাই দেখা গেছে। ট্রফিটি সামনে পেয়ে সেই উচ্ছ্বাসেই প্রকাশ করেছেন তিনি। করেছেন ভবিষ্যদ্বাণীও।

বুধবার (১৪ জানুয়ারি) ২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি বিশ্ব প্রদক্ষিণের ধারাবাহিকতায় ঢাকায় এসেছে। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় এসেছেন ২০০২ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা।

বিশ্বকাপজয়ী ও ট্রফি একসঙ্গে পেয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘এক্সপেরিয়েন্স জোস ছিল, টু বি অনেস্ট। গিলবার্তো আসছে উইথ দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। সো এটা মাই ফার্স্ট টাইম সিইং দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। আমার খুব ভালো লাগছে।’

এসময় বিশ্বকাপ ট্রফি নিয়ে নিজের কৌতূহলের কথা জানান জামাল। তিনি বলেন, ‘আমি তো মনে করছি ট্রফি ছোট, বাট এটা আসলে অনেক বড়।’

 ট্রফির ওজন নিয়ে জামাল বলেন, ‘অলমোস্ট সাত কেজি পিওর গোল্ড। সো এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল।’

এ ট্রফি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা মনে করেন জামাল। তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশে ট্রফি আসছে, লেট দিস বি অ্যান ইন্সপিরেশন টু অল দ্য ফুটবলার্স যারা হার্ড ওয়ার্ক করতে পারে, প্র্যাকটিস... হু এভার ওয়ান্টস টু বি আ ফুটবলার। আমি মনে করি ,আরও মোটিভেশন আসবে।’

আরও পড়েন : ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায়

জামাল ভূঁইয়া ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের বিশ্বকাপজয়ী গিলবার্তোকে পেয়ে তাই তিনি বেশি খুশি।

২০২৬ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি ছোটবেলা থেকে ব্রাজিলকে ফলো করছি। কারণ আমার ফার্স্ট ফেভারিট প্লেয়ার ছিল রোনালদো। স্পেশালি গিলবার্তোর সামনে বলছি, মানে স্পেশালি দ্য টিম ২০০২। ইয়েস, ওই টিমে গিলবার্তো ছিল। তো স্পেশালি এ টিমটা আমাকে অনেক ইন্সপায়ার করছে। কারণ ওই সময় আমার বয়স ছিল ১২ বছর।’

বিশ্বকাপ কে জিতবে তার জবাবে জামাল বলেন, ‘অফকোর্স আমি চাই ডেনমার্ক জিতুক। কারণ ডেনমার্কে আমার জন্ম। বাট ডেনমার্ক যদি না পারে, দেন অফকোর্স ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চাই।’

আপন দেশ/এসএস/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়