Apan Desh | আপন দেশ

শ্রীলঙ্কা নয়, ভারতেই বিকল্প ভেন্যুর খোঁজে আইসিসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩১, ১২ জানুয়ারি ২০২৬

শ্রীলঙ্কা নয়, ভারতেই বিকল্প ভেন্যুর খোঁজে আইসিসি

আইসিসি ও বিসিবির লোগো

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ভেন্যু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো সে চিঠির জবাব দেয়নি ক্রিকেটের এ বৈশ্বিক সংস্থা।

উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তুমুল সমালোচনা। তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করেই ভারতে দল না পাঠানোর সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সে অনুরোধের চূড়ান্ত সিদ্ধান্তে এখনো আসেনি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি। তবে সে ভেন্যু শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম। এ ক্ষেত্রে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানায় ওয়েবসাইটটি।

আরও পড়ুন<<>>নাটক জমিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা

আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। দুই সংস্থাই বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

বর্তমান সূচি অনুযায়ী, কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা টাইগারদের। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা ছিল।

তবে টুর্নামেন্ট শুরুর বাকি আছে মাত্র কয়েক সপ্তাহ। এত কম সময়ে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেয়া কঠিন বলে দাবি করা হচ্ছে।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়