Apan Desh | আপন দেশ

মাঠে হার্ট অ্যাটাক, মারা গেলেন সহকারী কোচ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৭, ২৭ ডিসেম্বর ২০২৫

মাঠে হার্ট অ্যাটাক, মারা গেলেন সহকারী কোচ

ছবি : আপন দেশ

মাত্র একদিন আগে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এ নিয়ে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। সে উৎসবের মাঝেই নেমে এল শোকের ছায়া। হার্ট অ্যাটাকের পর মাঠে লুটিয়ে পড়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। সিপিআর দিতে দিতে তাকে হাসপাতালে নেয়া হলেও আর বাঁচানো যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বললেন, জ্যাকি (মাহাবুব) ভাই মারা গেছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওর সময়ও জীবিত ছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এদিন আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করেছিল ঢাকা ক্যাপিটালস সূত্র।

তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন মাহাবুব। তবু নিজের কাজ চালিয়ে যান তিনি। কিন্তু টসের পর মাটিতে পড়ে যান।

সহকারী কোচের মৃত্যুর দিনে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ম্যাচও শুরু হয়েছে নির্ধারিত সময়েই। বিপিএলের গত আসরে ভালো করতে না পারায় এবার সাব্বির রহমান, নাসির হোসেন, মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারিদের নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ১০ ওভারে ৩ উইকেটে ৭৮ করেছে রাজশাহী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়