Apan Desh | আপন দেশ

আইসিসিতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৪ ডিসেম্বর ২০২৫

আইসিসিতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে পাকিস্তান

ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে কয়েক দিন আগেই। ভারতীয় যুব দলকে বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট শেষ হওয়ার পরও মাঠের বাইরের উত্তাপ যেন থামছেই না। 

ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণের অভিযোগে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিজেই এ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ভারতীয় দলের খেলোয়াড়দের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। পাকিস্তানের সাংবাদমাধ্যমকে নাকভি বলেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সারাক্ষণ ভারতের ক্রিকেটাররা নানা ভাবে উত্যক্ত করেছে পাকিস্তানের খেলোয়াড়দের। আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাব। খেলা এবং রাজনীতিকে সব সময় আলাদা রাখা উচিত।

আরও পড়ুন<<>>বাংলাদেশের ফুটবল জাগরণে সঙ্গী হতে চায় ইইউ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে মহসিন নকভি গণমাধ্যমকে জানান, মাঠের লড়াইয়ে জয় আসলেও ভারতীয় খেলোয়াড়দের উস্কানি দেয়ার বিষয়টি তারা হালকাভাবে নিচ্ছেন না। 

তিনি বলেন, পাকিস্তান এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাবে, কারণ খেলাধুলা ও রাজনীতিকে সর্বদা আলাদা রাখা উচিত এবং খেলার মাঠে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। 

একই সুরে কোচ সরফরাজ আহমেদ বলেন যে ভারতীয় দলের আচরণ ছিল অনৈতিক, তবে তার দলের খেলোয়াড়রা চরম উত্তেজনার মাঝেও ধৈর্য ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে বিজয় উদযাপন করেছে।

এর আগে বড়দের এশিয়া কাপেও ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও আইসিসির আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেছিল। সে সময় হারিস রউফ ও সূর্যকুমার যাদবের মতো তারকাদের আইসিসির সতর্কবার্তার সম্মুখীন হতে হয়েছিল। এবার যুব দলের ফাইনালে এ নতুন বিতর্ক দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়