Apan Desh | আপন দেশ

বার্সেলোনার ফুটবলারকে গুলি করে হত্যা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫

বার্সেলোনার ফুটবলারকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

দেশটিতে সহিংসতা ক্রমেই বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়চে প্রাণহাণী। এবার সে সহিংসতার বলি হলেন এক তারুণ্যদিপ্ত ফুটবলার। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে ইকুয়েডরের পেশাদার ফুটবল ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকুইলের ডিফেন্ডার মারিও পাইনেইডা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সী মারিওর সঙ্গে গুলিতে আরও একজন মারা যায় এবং একজন আহত হয়। ইকুয়েডরের অভ্যন্তরীণ মন্ত্রণালয় পাইনেইডার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, তবে বিস্তারিত জানায়নি।

আরও পড়ুন<<>>টাইব্রেকারে পিএসজিকে শিরোপা জেতালেন সাফানভ

পাইনেইডা তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ইন্ডিপেন্ডিয়েন্টে দেল ভ্যালেতে, যেখানে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন। ২০১৬ সালে গুয়ায়াকুইলের ক্লাবে যোগ দিয়ে দুইটি লিগ শিরোপা জিতেছেন। এছাড়া তিনি ২০২২ সালে ব্রাজিলের ফ্লুমিনেনসে একটি সময় খেলেছেন। বার্সেলোনা দে গুয়ায়াকুইল এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের সমর্থকরা পাইনেইডার মৃত্যুতে গভীর শোকাহত।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ হামলা ঘটেছে গুয়ায়াকুইলের উত্তরের সামানেস এলাকায়, যা রাজধানী কুইটো থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। 

ইকুয়েডোর অপরাধ পরিসংখ্যান অনুসারে, দেশটিতে চলতি বছরে রেকর্ডসংখ্যক সহিংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংখ্যায় ৯ হাজার ছাড়িয়ে যেতে পারে। গত বছর এ সংখ্যা ছিল ৭,০৬৩ এবং ২০২৩ সালে রেকর্ড ছিল ৮,২৪৮।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়