Apan Desh | আপন দেশ

সালাউদ্দিনকে ছাড়ছে না বিসিবি, থাকছেন আশরাফুলও

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ৪ ডিসেম্বর ২০২৫

সালাউদ্দিনকে ছাড়ছে না বিসিবি, থাকছেন আশরাফুলও

মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল

মাস খানেক আগে হঠাৎ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার আগেই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা গিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে দায়িত্ব ছাড়বেন সালাউদ্দিন। 

তাই ক্রিকেটপ্রেমীদের নজর ছিল সেদিকেই। সিরিজের পর কি হয়। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র সেটি গ্রহণ করেনি বোর্ড। একইসঙ্গে আশরাফুলকেও ছেড়ে দিচ্ছে না বিসিবি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুল-সালাউদ্দিন দুজনই। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তারা দুজনই বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন।

আরও পড়ুন<<>>দেখে নিন বিপিএলের কোন ম্যাচ কবে কোথায়

এ ছাড়া কোচিং স্টাফের সকল সদস্যই থাকছেন বিশ্বকাপে, কোনো পরিবর্তন হচ্ছে না। এদিকে গেল মাসের ৪ নভেম্বর অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে গুঞ্জন ওঠে ক্রিকেটাঙ্গনে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। তবে সেটি আর হচ্ছে না, থেকে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল চুক্তির মেয়াদ পর্যন্ত থাকবেন বলে জানা গিয়েছে।

২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এ কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়