Apan Desh | আপন দেশ

অবশেষে টি-টোয়েন্টি দলে শামীম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ৩০ নভেম্বর ২০২৫

অবশেষে টি-টোয়েন্টি দলে শামীম

শামীম হোসেন পাটোয়ারি । ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে শামীম হোসেন পাটোয়ারি না থাকায় মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও অধিনায়ক লিটন দাস। গণমাধ্যমে এ নিয়ে প্রকাশ্য কথা বলেছেন তারা। অবশেষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে দলে ফিরলেন শামীম। তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ সমতায়।

রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বামহাতি ব্যাটার শামীম বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলেছেন। শামীমকে বাদ দেয়ার পর অবশ্য অধিনায়ক লিটন দাস ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছিলেন, তাকে না জানিয়েই দল থেকে বাদ দেয়া হয়েছে শামীমকে। 

প্রথম টি-টোয়েন্টি আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, শামীম পাটোয়ারি কেন বাদ পড়েছে আমি জানি না। ও আমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন আমি যে ওকে সরি বলবো সে সুযোগটাও তো নেই।

আরও পড়ুন<<>>দারুন জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

লিটনের অভিযোগের জবাবে প্রধান নির্বাচক লিপু সময় সংবাদকে জানান, অধিনায়কের কাছে তার জবাবদিহিতার প্রয়োজন তিনি মনে করেননি এবং টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্টের কাছে তিনি ব্যাখ্যা দিয়েছেন– কোন ধরনের স্কোয়াড নিয়ে আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
 
তিনি আরও জানান, ক্রিকেট অপারেশন্স যেহেতু শামীমমের বাদ পড়ার কোনো ব্যাখা জানতে চায়নি, তিনি তাই অধিনায়ককে ব্যাখ্যা দিতে বাধ্য নন।
 
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হ্যাঁ ভোট দেয়ার আহবান প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ আইসিসিকে ফের চিঠি দিচ্ছে বিসিবি বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভাঙল সেনেগাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত