ছবি: আপন দেশ
জয় দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (১৫ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে তারা।
ব্যাট হাতে হংকংয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন টাইগার ওপেনার হাবিবুর রহমান সোহান। এতে বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক এখন তিনি। ৪২ বলে করা পারভেজ হোসেন ইমনের দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ভেঙেছেন এ ওপেনার।
আরও পড়ুন<<>>ডিআরইউ মিডিয়া ক্রিকেট শুরু মঙ্গলবার
সোহানের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
দলের পক্ষে বাবর হায়াত করেন সর্বোচ্চ ৪৯ বলে ৬৩ রান। এছাড়া অধিনায়ক ইয়াসিম মুর্তাজা করেন ২২ বলে ৪০ রান। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহরাব নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন সোহান। চার-ছক্কার ফুলঝুড়িতে মাত্র ১৪ বলে ফিফটি পূরণ করেন তিনি। ওপেনিং জুটিতে জিশান আলমকে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন সোহান।
এরপর দ্রুতই দুই উইকেট হারায় বাংলাদেশ। জিশান ১৪ বলে ২০ ও জাওয়াদ আবরার ৪ বলে ২ রান করে ফিরে যান। তবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান সোহান। ১০ ছক্কা ও ৮ চারে ৩৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন এ ওপেনার। অন্যদিকে অধিনায়ক আকবর আলী ১৩ বলে ৪১ রানের মারমুখী ইনিংস খেলে অপরাজিত থাকেন।
এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস অনুষ্ঠিত হচ্ছে। টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে টুর্নামেন্টে আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































