ছবি : আপন দেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সমাপ্ত নির্বাচন ঘিরে জটিল পরিস্থতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত একটি বড় অংশের বয়কটের মধ্যেদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচন বর্জনকারীরা আগেই ঘোষণা দিয়েছিল ঘরোয়া লিগ বয়কটের।
তারই ধারাবাহিকতায় আসন্ন ঢাকা লিগে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। লিগে অংশ না নেয়ার কথা জানিয়ে এরইমধ্যে বিসিবিতে চিঠি দিয়েছে তারা। তবে বিষয়টি ভালভাবে নেয়নি বিসিবি। তারা পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে। ঢাকা-ভিত্তিক ক্লাবগুলোর সম্ভাব্য লিগ বয়কট ঠেকাতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন সব লিগের খেলার নিয়মে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নতুন ধারা প্রযোজ্য হবে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও কোয়ালিফাইং লিগে। নিয়ম অনুযায়ী, কোনও দল সম্পূর্ণ বা আংশিকভাবে লিগে অংশ না নিলে তাদের তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং নিচের বিভাগে অবনমন করা হবে। চলতি মৌসুমে সে দল আর পুনরায় অংশগ্রহণের সুযোগ পাবে না।
আরও পড়ুন<<>>শান্ত-লিটনদের ব্যাটিং কোচ হলেন আশরাফুল
যেসব দল এক বা একাধিক ম্যাচ খেলার পর লিগ থেকে সরে দাঁড়াবে, তাদের আগে অর্জিত সব পয়েন্ট বাতিল হবে এবং সেগুলো প্রতিপক্ষের ঝুলিতে যোগ হবে। পরবর্তী ম্যাচগুলোর প্রতিপক্ষ দল স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে। তবে লিগ শুরুর আগে যদি কোনও দল আনুষ্ঠানিকভাবে অংশ না নেয়ার ঘোষণা দেয়, তাহলে এ ধারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
একাধিক দল অংশগ্রহণ না করলে এবং এর ফলে অবনমন হলে, ওই মৌসুমের রেলিগেশন লিগ বাতিল করা হবে। এরপর সিসিডিএম ২০২৬–২৭ মৌসুমে প্রমোশন নির্ধারণ করবে।
এ সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন (ডিসিসিওএ)–এর ব্যানারে ৪৩টি ক্লাব আসন্ন মৌসুম বয়কটের ঘোষণা দিয়েছে। তারা সম্প্রতি বিসিবিকে চিঠি পাঠিয়ে বোর্ডের সাম্প্রতিক নির্বাচনের স্থগিতাদেশ এবং অনিয়মের স্বাধীন তদন্ত দাবি করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































