ছবি : আপন দেশ
এ মুহুর্তে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় সমস্যার নাম কি? এমন প্রশ্নে অধিকাংশ উত্তর আসবে ব্যাটিং। দীর্ঘ দিন ধরেই ব্যাটিংয়ে সমস্যায় ভুগছে টাইগাররা। তার সর্বশেষ প্রমাণ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। দরজায় কড়া নাড়ছে আরেকটি সিরিজ।
এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ওই সিরিজ সামনে রেখে দলের নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে দেয়া হয়েছে সে দায়িত্ব।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হতে চলেছে সাবেক এ অধিনায়কের। সোমবার (০৩ নভেম্বর) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>ঢাকায় ‘ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা বুলবুলের
এর আগে আশরাফুল বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। মূলত দলটির ব্যাটিং কোচ ছিলেন তিনি। এ ছাড়া এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এ ব্যাটার।
বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে ব্যাটিং কোচের পদ ফাঁকা। তবে দলের কোচিং স্টাফে থাকা সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করেন। ভালো-খারাপ মেশানো এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় সালাউদ্দিনের কোচিং নিয়ে প্রশ্ন ওঠে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ড আগামী ১১ নভেম্বর সিলেটে টেস্ট সিরিজ শুরু করবে। ১৯ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। লাল ও সাদা বলের এ সিরিজে নাজমুল শান্ত-লিটন দাসদের ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন আশরাফুল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































