Apan Desh | আপন দেশ

ঢাকায় ‘ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা বুলবুলের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪২, ৩ নভেম্বর ২০২৫

ঢাকায় ‘ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা বুলবুলের

ছবি : আপন দেশ

পূর্নাঙ্গ মেয়াদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়ে খেলাটির উন্নয়নে একাধিক পরিকল্পা গ্রহণ করেছেন সংস্থাটির সভাপকি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানী কেন্দ্রিক না থেকে সারাদেশে ক্রিকেট ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। সে লক্ষ্যে ঢাকায় ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা দিয়েছেন সাবেক এ অধিনায়ক। 

আগামী ৯ এবং ১০ নভেম্বর ঢাকায় এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘হোম অব বিএসপিএ’র গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে এ ঘোষণা দেন বুলবুল।

এ সময় লাল বাটন টিপে বিএসপিএর নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

তার আগে বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশের ৬৪ জেলায় ক্রিকেট ছড়িয়ে আছে, আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। এমন সকলকে জানা, বাংলাদেশের ক্রিকেটকে জানা, আমাদের প্রতিটি স্টেকহোল্ডার, যেমন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা, সকলকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে সবাইকে সাহায্য করতে পারব। আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারব, সকলকে সম্পৃক্ত করতে পারব।

আগামী ৯ এবং ১০ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা দিয়েছেন বুলবুল, দিনশেষে, আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। আশা করব, এ কনফারেন্স আমরা সফল করব এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করব, একে অপরকে জানব এবং এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে।

আরও পড়ুন<<>>বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

বুলবুল আরও বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের সংগঠক ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদেরকে এক ছাদের নিচে এনে, বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন, যে মিশন, সকলের সঙ্গে ভাগাভাগি করে আমরা যেন সকলের সেরাটা দিতে পারি, সকলকে জানতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে সহায়তা করতে পারি, এগিয়ে নিতে পারি, সে লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করছি।

দেশের অন্যান্য প্রান্তে, নানা জেলা-উপজেলাতেও ক্রিকেটকে ছড়িয়ে দেয়া, ক্রিকেটের প্রচার এবং প্রসার বেশ জরুরি, বাংলাদেশ ক্রিকেটের যে উদ্দেশ্য, যে ভিশন, সেটা জানতে চাইলে আমাদেরকে প্রথমেই জানতে হবে জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে। জেলা-উপজেলার কথা শোনার জন্য এবং ঢাকা থেকে আমরা বিসিবি কতটুকু সাহায্য করতে পারছি, এ মুহূর্তে জেলা-উপজেলায় শক্তি কতটা আছে, সেটা জানার পর যে গ্যাপটা থাকবে, তা আমরা পূরণ করব। এর মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করব এবং এর মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারব ও সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করতে পারব।

বিএসপিএর সভাপতি রেজওয়ান-উজ-জামান রাজিবের সভাপতিত্বে ‘হোম অব বিএসপিএ’র গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী, বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ, বিসিবি পরিচালক সংগীত শিল্পী আসিফ আকবরসহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসপিএর সাধারন সম্পাদক সামন হোসেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়