Apan Desh | আপন দেশ

টেস্টে শান্তর উপরই ভরসা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৩, ১ নভেম্বর ২০২৫

টেস্টে শান্তর উপরই ভরসা বিসিবির

নাজমুল হোসেন শান্ত

গত বছরের জুনে শ্রীলঙ্কা সফরের আগে ওযানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় নাজমুল হোসেন শান্তকে। তবে সাদা পোশাকের ক্রিকেটে তাকেই রাখা হয়। কিন্তু লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা টেস্ট ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়েন শান্ত। 

এরপর থেকে বাংলাদেশ আর টেস্ট খেলেনি, অধিনায়ক পদেও দেখা যায়নি কাউকে। এরই মাঝে নানা গুঞ্জনকে পাশ কাটিয়ে আবারও অধিনায়কত্বে ফিরছেন শান্ত। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি এক পরিচালক জানিয়েছেন, শান্ত আবারও অধিনায়কত্বে ফিরছেন। প্রথম দফায় শান্ত দায়িত্ব নিতে রাজি না হলেও পরবর্তীতে সম্মতি দিয়েছেন। মূলত শান্তকে রাজি করানোর দায়িত্ব ছিল জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারের ওপর। বর্তমানে যিনি বোর্ড পরিচালকের দায়িত্বে রয়েছেন। 

আরও পড়ুন<<>>এবার মোহামেডানকে নিষেধাজ্ঞা ফিফার

এর আগে শান্ত নেতৃত্ব ছাড়ার পর থেকেই বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন সে জল্পনা শুরু হয়ে যায়। ধারণা করা হচ্ছিল– ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। তবে মিরাজকে ছাপিয়ে লিটন দাস নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন। এ দু’জনকে ছাপিয়ে আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন শান্ত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি!

তবে কতদিনের জন্য শান্ত টেস্ট দলের দায়িত্ব নেবেন সেটি এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, এবার বেশ লম্বা সময়ের জন্যই লাল বলের ফরম্যাটে অধিনায়কত্ব পাচ্ছেন শান্ত। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়