Apan Desh | আপন দেশ

বিসিবিতে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেলেন যারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:২৩, ৭ অক্টোবর ২০২৫

বিসিবিতে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেলেন যারা

ফাইল ছবি

নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মঙ্গলবার (০৭ অক্টোবর) প্রথমবারের মতো সভা করেছে এ পরিষদ। সভায় আগামী দুই মাসের জন্য বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত পরিচালনা পর্ষদ সভায় দুই মাসের জন্য বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে। বোর্ড আপাতত এ কমিটিগুলোর চেয়ারম্যান ঠিক করেছে। ধীরে ধীরে কমিটিগুলো বর্ধিত করা হবে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

কে কোন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন-

ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেট অপারেশন্স: নাজমুল আবেদীন ফাহিম।
বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান) ও  ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি)।
ফাইন্যান্স কমিটি: নাজমুল ইসলাম (চেয়ারম্যান) ও আমজাদ হোসেন (ভাইস চেয়ারম্যান)। 
হাইপারফরম্যান্স: খালেদ মাসুদ পাইলট।
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু।
ডিসিপ্লিনারি: ফাইজুর রহমান মিতু।
গেম ডেভেলপমেন্ট: ইশতিয়াক সাদেক।
টুর্নামেন্ট কমিটি: আহসান ইকবাল চৌধুরী।
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি: আসিফ আকবর।
গ্রাউন্ডস কমিটি: বুলবুল-রাহাত শামস।
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট: শানিয়ান তানিম।
মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল: সাখাওয়াত হোসেন।
মেডিক্যাল কমিটি: মনজুর আলম।
টেন্ডার অ্যান্ড পারচেজ: আবুল বাশার (চেয়ারম্যান) ও হাসানুজ্জামান (ভাইস চেয়ারম্যান) 
মিডিয়া: আমজাদ হোসেন।
অডিট: মুখলেছুর রহমান খান।
উইমেন্স উইং: আব্দুর রাজ্জাক।
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল: ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
সিকিউরিটি কমিটি: মেহেরাব আলম চৌধুরী।
সিসিডিএম: আদনান রহমান দীপন (চেয়ারম্যান) ও ফায়জুর রহমান (ভাইস চেয়ারম্যান)।
ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি: জুলফিকুর আলী খান।
বাংলাদেশ টাইগার্স: রাহাত শামস।
ওয়েলফেয়ার কমিটি: মোকছেদুল কামাল।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা