
আমিনুল ইসলাম বুলবুল।
বিনা প্রতিদ্বন্ধিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর পাঁচ-তারকা হোটেল সোনারগাঁওতে পরিচালক পদের নির্বাচনের পর সভাপতি নির্বাচিত করা হয়। ধারণার বাইরে সেখানেও কোন চমক ছিলো না।
নির্বাচন কমিশনার কাজী নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। সোমবার দিনে পরিচালক নির্বাচনের পর সন্ধ্যার পর হয় সভাপতি নির্বাচন। নির্বাচিত পরিচালকদের সর্বসম্মতি ক্রমে ফের সভাপতি হয়েছেন বুলবুল। তার বিপক্ষে আর কোন প্রার্থী লড়াই করতে চাননি।
আরও পড়ুন>>>বিসিবি নির্বাচনের ফল প্রকাশ: বোর্ডে নতুন মুখ কারা?
বুলবুলের সভাপতি হওয়ার আভাস কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিলো। বিএনপিপন্থী বলয় থেকে তামিম ইকবাল সভাপতি পদে লড়তে চেয়েছিলেন। তবে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে তার প্যানেল মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
তামিম সরে যাওয়ার পর বুলবুলের পথে আর কোন বাধা ছিলো না। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেতে কাউন্সিলর বেছে নেয়া হয়, সেটা নিয়ে ছিলো বিস্তর বিতর্ক। ক্লাব ক্যাটাগরি থেকে শীর্ষ অনেক ক্লাব সরে যাওয়ায় সেখানেও বুলবুলের বলয়ের ব্যক্তিরাই ছিলেন। ক্লাব ক্যাটাগরির ১২ জনের পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ছিলেন ১৭ জন, এরমধ্যে আগের দিন সরে যান আরও তিনজন। ১৪ জনের মধ্যে কোন ১২ জন নির্বাচিত হতে যাচ্ছেন এ ধারণা কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিলো।
নির্বাচিত পরিচালকদের মধ্যে বুলবুলের একক প্রভাব থাকায় তার সভাপতি হওয়া ছিলো স্রেফ আনুষ্ঠানিকতা মাত্র।
আপন দেশ/ এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।