Apan Desh | আপন দেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেপালের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেপালের ইতিহাস

ছবি: সংগৃহীত

দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহর সবুজ মাঠে সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল নেপাল। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নেপাল।

এদিন টসে জিতে ব্যাটিং নেয় নেপাল। তবে শুরুটা ভালো হয়নি। ৬.৪ ওভারে দল ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুকছিল। সেখান থেকে দলের হাল ধরেন আসিফ শেখ আর সন্দীপ জোরা।

চতুর্থ উইকেটে তারা ১০০ রানের জুটি গড়ের। ৩৯ বলে ৬৩ রান করেন জোরা, যাতে ছিল পাঁচ ছক্কা আর তিন চার। অপরপ্রান্তে স্থির থেকে নেপালকে ভরসা দেন আসিফ। ৪৭ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এ উইকেটকিপার-ব্যাটার। তার ইনিংসে ছিল আটটি চার আর দুটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে নেপাল থামে ১৭৩/৬-এ।

আরওপড়ুন<<>>বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

জবাবে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। নেপালের বোলারদের দাপটে ১৭.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। মোহাম্মদ আদিল আলম নেন ৪ উইকেট, দেন মাত্র ২৪ রান। কুশল ভুর্তেল ৩টি, আর ললিত রাজবংশী, দিপেন্দ্র সিং আইরি ও করণ কেসি পান একটি করে উইকেট।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারের ব্যাট থেকে। বাকিদের কেউই দাঁড়াতে পারেননি। ফলে ৯০ রানে ম্যাচ জিতে নেয় নেপাল। ম্যাচসেরার পুরস্কারও ওঠে নেপালের আসিফের হাতে।

এর আগে, শারজায় প্রথম ম্যাচে ১৯ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছিল তারা। রান তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২৯ রান করতে ওয়েস্ট ইন্ডিজ। ওটাই ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম কোনো টি-২০ ম্যাচে জয় নেপালের।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়