Apan Desh | আপন দেশ

আফগানদের বিপক্ষে বাংলাদেশের বাঁচামরার লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আফগানদের বিপক্ষে বাংলাদেশের বাঁচামরার লড়াই আজ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দুরন্ত সূচনা করেছিল লিটন দাস-তাওহীদ হৃদয়রা। কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষ হেরে সুপার ফোরে যাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। আর কঠিন এ পথ পাড়ি দিতে টাইগারদের আজ (মঙ্গলবার) হারাতে  হবে শক্তিশালী আফগানিস্তানকে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে বাংলাদেশর জিতলে জিতলে সম্ভাবনা টিকে থাকবে, হারলে বিদায় একপ্রকার নিশ্চিত। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই অর্থাৎ বাঁচামরার লড়াই। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান চলে গেছে অন্য উচ্চতায়, বাংলাদেশ এখনও শিক্ষানবিশ। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ৯ উইকেটের বড় জয়ে। সে দলের বিপক্ষেই এখন আন্ডারডগ টাইগাররা।

আরওপড়ুন<<>>হ্যান্ডশেক ইস্যুতে ভারতকে কি শাস্তি দেবে আইসিসি?

বাংলাদেশ-আফগানিস্তান এর আগে ১২ ম্যাচ মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৭টিতেই জিতেছে আফগানিস্তান। এর মধ্যে গত বছর জুনে কিংসটাউনে আফগানদের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার তিক্ত স্মৃতিও আছে। ওই বিশ্বকাপে আফগানিস্তান খেলে সেমিফাইনাল।

হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ে রানরেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে আফগানরা। এখন আফগানিস্তানকে হারাতে হবে, আবার শেষ ম্যাচে লঙ্কানরা যেন আফগানদের হারায় সে প্রার্থনাও করতে হবে। বরাবরের মতো নানা সমীকরণের মারপ্যাঁচে টাইগাররা।

তবে সব সমীকরণের আগে একটাই লক্ষ্য, আজ আফগানবধ করতেই হবে। নাহলে এশিয়া কাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়ার প্রস্তুতি রাখতে হবে বাংলাদেশকে। লিটন দাসরা কি সেটা হতে দেবেন? নাকি দারুণ জয়ে টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখবেন?।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়