Apan Desh | আপন দেশ

হ্যান্ডশেক ইস্যুতে ভারতকে কি শাস্তি দেবে আইসিসি?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:১০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

হ্যান্ডশেক ইস্যুতে ভারতকে কি শাস্তি দেবে আইসিসি?

খেলা শেষে বেরিয়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ছবি সংগৃহীত

এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এ রোমাঞ্চকর লড়াইয়ে জিতেছে ভারত। তবে সমস্যা জয়-পরাজয়ে নয়। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াররা সোজা ঢুকে যান ড্রেসিংরুমে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মধ্যে হাত মেলানোর (হ্যান্ডশেক) সৌজন্যতা থাকলে পাক-ভারত ম্যাচে তা হয়নি।

দুবাইয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে পাকিস্তান। জবাবে ২৫ বল থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করতেই পাকিস্তান অধিনায়ক আঘা সালমানসহ অন্য খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তাদের সঙ্গে হাত মেলাননি। জয় নিশ্চিত হওয়ার পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয়া হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ভারতের ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে দেখা করতেও বের হননি কেউ।

আরওপড়ুন<<>>বিশ্বের দ্রুততম মানব সেভিল

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই পাকিস্তানের খেলোয়াড়, কোচ, সাবেক ক্রিকেটাররা শুরু করেছেন প্রবল সমালোচনা। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, এটা খুব হতাশাজনক। সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের অভিযোগ, ক্রিকেটে রাজনীতি টেনে এনেছেন সূর্যকুমার যাদব।

আরেক সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, হ্যাঁ, তোমরা ভারত ক্রিকেট দল। হ্যাঁ, তোমরা বিশ্বের সেরা দল…কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়! পাকিস্তানের খেলোয়াড়েরা অপেক্ষা করছিল, কিন্তু ভারতের খেলোয়াড়েরা সোজা ড্রেসিংরুমে চলে গেল! আইসিসি কোথায়!

এদিকে, এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি তাদের পাঠানো চিঠিতে এমসিসির নিয়মের উল্লেখ করেছে। ভারত যা করেছে তা ক্রিকেটীয় চেতনার সঙ্গে বেমানান বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভারতের এমন কাণ্ডের নিন্দা জানিয়েছে তারা। সে ম্যাচের রেফারির দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারির কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়